মধুমিতার বিয়ে

গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়-জঙ্গল। মধুমিতা জানালেন, এবার সাতপাকে বাঁধা পড়তে চান তারা।

কয়েক দিন আগে দোল উৎসব সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে কাটিয়েছেন মধুমিতা-দেবমাল্য। তুষার আবৃত রাস্তায় দাঁড়িয়ে তোলা ছবি এই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি বিয়ের ঘোষণা দেন।

দেবমাল্যর সঙ্গে মধুমিতা

মধুমিতা সরকার বলেন, “এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।”

 

দেবমাল্যর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর জানানোর পর ভারতীয় গণমাধ্যমে কথা বলেন মধুমিতা। সেই সময়ে এই অভিনেত্রী বলেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনোভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম। তারপর বাকিটা ইতিহাস।

ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।