গলায় আদর, নাকি পোকার কামড়

কর্মসূত্রে লাস ভেগাস গিয়েছিলেন মহিলা। ফিরলেন গলায় আদর কামড়ের দাগ নিয়ে! আর তা দেখেই সন্দেহ জাগল স্বামীর মনে। তার পর কী হল? এমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ওই মহিলার স্বামী সমাজমাধ্যম ‘রেডিট’-এ নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর কী করা উচিত, তা নিয়ে পরামর্শও চেয়েছেন। আর তা নিয়ে হইচই পড়েছে নেটপাড়ায়। যুবকের কী করা উচিত, তা নিয়ে নেটাগরিকদের পরামর্শের ঢেউ উপচে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক ‘রেডিট’-এ পোস্ট করে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী ব্রিটেনের বাসিন্দা। তাঁর বয়স ২৭ এবং স্ত্রীর বয়স ২৮। কর্মসূত্রে সম্প্রতি তাঁর স্ত্রী লাস ভেগাস গিয়েছিলেন এক সপ্তাহের জন্য। চার বছরের কন্যার দেখভাল করার জন্য বাড়িতেই থেকে গিয়েছিলেন ওই যুবক। যুবক জানিয়েছেন, তাঁর স্ত্রী এর আগেও কর্মসূত্রে বাইরে গিয়েছিলেন। কিন্তু এ বার তাঁর অনুভূতি অন্য রকম ছিল।

যুবকের দাবি, স্ত্রী লাস ভেগাসে থাকার সময় মেয়ের জন্মদিন পড়েছিল। কিন্তু তাঁর স্ত্রী ভিডিয়ো কল করে মেয়েকে শুভেচ্ছা পর্যন্ত জানাননি। কিন্তু সমাজমাধ্যমে তরুণ পুরুষ কর্মীদের সঙ্গে লাস ভেগাসের ছবি পোস্ট করেছিলেন। আর তা নিয়ে যুবকের মনে সন্দেহ তৈরি হয়। এক সপ্তাহ পর স্ত্রী বাড়ি ফিরে আসার পর তিনি রীতিমতো স্তম্ভিত হয়ে যান। দেখেন, স্ত্রীর গলায় আদরকামড়ের দাগ। স্ত্রীকে এই নিয়ে জিজ্ঞাসা করলে পুরো বিষয়টি তিনি অস্বীকার করেন। জানান, গলায় পোকা কামড়েছে। কিন্তু বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে পড়েন ওই যুবক। এর পরেই সমাজমাধ্যমে ঘটনাটি পোস্ট করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর কী করা উচিত, তা নিয়ে পরামর্শও চান।

সেই পোস্টই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ‘রেডিট’-এর পোস্টটিতে অসংখ্য মন্তব্য করেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই ওই যুবককে সমর্থন করেছেন। অনেকে আবার তাঁকে মাথা ঠান্ডা করে বিষয়টি নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন। সূত্র: আনন্দবাজার