নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু’র বিরুদ্ধে আইসল্যান্ড থেকে পরিচালিত শেখ নিউজ ডটকম অনলাইন পোর্টাল থেকে সংবাদ প্রচারের পর দলীয় পদ স্থগিত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত (১১ মার্চ) শেখ নিউজ ডটকম নামে একটি নাম ঠিকানা বিহীন আইসল্যান্ড থেকে পরিচালিত পোর্টাল থেকে বিএনপির রাজু’র লোভ অন্য নেতার সম্পদে, অবৈধ দখল ও লুটপাট সংঘর্ষে উত্তাল হাওরের জনপদ শিরোনামে নিউজ প্রচার করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ও ভিডিও প্রচার করা হয়েছে। ধলাই বিল রাজুর নেতৃত্বে দখল ও বিল সেচ করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে গত (১৩ মার্চ) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জিএমএ মুক্তাদীর রাজু দলীয় পদ স্থগিত করা হয়।
ঘটনার সত্যতা জানতে ঘটনাস্হল পরিদর্শন ও কয়েকটি গ্রামের সাধারণ জনগণের সাক্ষাৎকার নেওয়া হয়। ধলিয়া বিল এলাকার ভাদগাও গ্রামের প্রবিণ মুরব্বি সুলেমান মিয়া বলেন – গত (১০ মার্চ) ধলাই বিল কে বা কারা সেচ করে নিয়ে যাচ্ছে শুনতে পাই তাৎক্ষণিক আমরা এলাকার কয়েকশো মানুষ একত্রিত হয়ে বিলে গিয়ে কয়েকটি সেচ পানির মেশিন পাই। তিনি বলেন ধলিয়া বিল নিয়ে প্রায় ২০ বছর যাবৎ হামলা মামলা হয়েছে। তখন ছিলেন মামুন মিয়া চেয়ারম্যান ও গণি মিয়া দু’পক্ষেই বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। তখন প্রায় ৮০ জন মামলার আসামী হয়েছিলাম। এক পর্যায়ে বিলটি স্থগিত করা হয়। গত ১০ মার্চ নরিয়া গ্রামের কিছু লোক বিলটি সেচ করার জন্য গিয়েছে। আমরা জানার পর এলাকা থেকে কয়েক শতাধিক মানুষ একত্র হয়ে বিলে যাই গিয়ে কয়েকটি সেচ মেশিন পাওয়া যায়। এখন শুনতে পাই বিএনপি নেতা রাজু নাকি বিলে সেচে জড়িত ছিলো, এটি সম্পূর্ণ, মিথ্যা অনলাইনে এটি গুজব ছড়ানো হয়েছে রাজুর মানসম্মান নষ্ট করার জন্য।
ভাদগাঁও গ্রামের শাহাজান আহমদ তিনি বলেন – গত কয়েকদিন যাবৎ একটি ভিডিও ফেইসবুকে দেখছি কে বা কারা বিল দখল করে মাছ মারতেছে। এ খবর শুনার পর আমরা এলাকার যুবসমাজ এক হয়ে ধলিয়া বিলে যাই গিয়ে কয়েকটি সেচ পানির মেশিন পাই। বর্তমানে একটি কথা উঠছে জিএমএ মুক্তাদীর রাজু’র নাম শুনতে পাই, আমি বলবো আমার সামনে যারা আছেন কেউ বলতে পারবেনা, রাজু এ বিল নিয়ে কোনো দিন আইছে বা বিল নিয়ে কোন কথা বলছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত সাজানো, মিথ্যা ও বানোয়াট। আমরা ভাদগাঁও গ্রামের পক্ষ থেকে এর তিব্র নিন্দা জানাই। বিএনপি নেতা রাজুকে নিয়ে আওয়ামীলীগের কিছু দোসররা হেয় প্রতিপন্ন করার পায়তারা করছে।
নরিয়া গ্রামের একজন নাম প্রকাশ না করে বলেন- বিএনপি নেতা রাজু এ বিষয়ে জড়িত নয়। ফেসবুকে বিগত আওয়ামীলীগের কিছু লোক অপপ্রচার করে যাচ্ছে রাজু’র সম্মান নষ্ট করার জন্য।
নরিয়া গ্রামের লিটন মিয়া বলেন – হঠাৎ করে দেখি আমরার নরিয়ার কিছু মানুষে বিল সেচ করের। আমার দেখা মতো বিল সেচ করের কয়েকজন মানুষে। এখন হুনরাম বিএনপি নেতা রাজুর নাম। আমি বলবো যারা রাজুর নাম ব্যবহার করের এসব সম্পূর্ণ ষড়যন্ত্র। বিএনপি নেতারে ফাঁসানোর জন্য একটি চক্র এসব অপ্রচার করছে। আমাদের এলাকাও গ্রামবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।
জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – এই বিষয়ে আমি কিছু জানিনা। এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত, আমার সম্মান ক্ষুন্ন করার পায়তারা করা হয়েছে।