মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মির এবং লাদাখের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ২। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।
রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। কোনও অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা কতটা রয়েছে, তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়।