নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় আগুন লাগে। রাত পৌনে ১টায় আগুনের এ বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানসহ ৭টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে আগুন লাগে। পরে স্থানীয় জনতা আগুন দেখতে পেয়ে নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু বাতাসের কারণে ক্রমশ আগুন উভয় দিকে ছড়িয়ে পড়তে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টা পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আগুনে ফার্নিচার, স্বর্ণের দোকান, লেপতোশক ও পান-সিগারেটের দোকানসহ ৭টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত বলা যাবে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।’