চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি দিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল তারকা ফরোয়ার্ড ব্রাজিলের। তবে সেটা এখন শঙ্কার মুখে। আবারও চোটে পড়েছেন নেইমার।
নেইমার আর চোট যেন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছেন। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরে কিছুদিন যেতেই ফের চোটে নেইমার। এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হলো না। চোটের কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে এসে চোটে ভোগা নেইমার সবশেষ নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেও চোট থেকে বাঁচতে পারলেন না।
কদিন আগেই প্রায় ১ বছর চোট কাটিয়ে মাঠে ফেরেন নেইমার। যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানেও এবার চোটে পড়েছেন তিনি। আকস্মিক ইনজুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
যা নিয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’
রোমানো এমন খবর দেওয়ার পর চোট নিয়ে মুখ খুলেছেন নেইমার, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’ পরবর্তীতে জানা যায়, ম্যাচের দিন সকালেই উরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করছিলেন, যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নেইমার।
নেইমারকে ছাড়া তারা দলও জিততে পারেনি। করিন্থিয়িান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে।
এদিকে নেইমারকে নিয়ে শঙ্কা বাড়ছে ব্রাজিল দলেও। চলতি মাসে নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। কেননা, আগামী ২১ ও ২৬ মার্চ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
সূত্র: যুগান্তর