সিরাজগঞ্জে ডাকাতের কবলে রাজশাহী জামায়াতের ৮ নেতা, লুটপাট

সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার ৮ নেতা। অস্ত্রের মুখে তাদের নিকট থেকে পৌনে এক লাখ টাকা, মোবাইলসহ তাদের সর্বস্ব লুট করা হয়েছে।

গতকাল রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন- যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আনারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ মার্চ) রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের, কোনাবাড়ী ধান গবেষণা ইন্সট্রিটিউট পশ্চিমে ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের মাইক্রো লক্ষ্য করে ঢিল ছোড়ে।

এ সময় শব্দ শুনে মাইক্রোর চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় মুহুর্তের মধ্যে কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ৭ থেকে ৮ জনের ডাকাতের দলটি ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে এবং সকলের নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ডাকাতির মামলার বাদী ড. ওবায়দুল্লাহ’র স্মার্ট ফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি স্মাট ফোন ও নগদ ১৮ হাজার টাকা, আঃ আজিজের কাছে থাকা ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর কাছে থাকা ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, ডাকাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। সূত্র: ঢাকা পোস্ট