চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায় আড়ত ও গুদামে আগুন

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের পেছনের অংশে থাকা কয়েকটি গুদাম এবং কাঁচা মালের আড়তে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঘটনাটি ঘটে। বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আতুরার ডিপোর আমিন জুট মিলের পেছনের অংশে থাকা কয়েকটি গুদাম এবং আড়তে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।