‘ভালোবাসা শর্তহীন’, ব্রেকাপ নিয়ে তামান্না

দুবছর প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মা। দুজনকে বেশ পছন্দ করেছিল তাদের অনুরাগীরা। বেশ তো ছিল সবকিছু। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, হলো ছন্দপতন। বলিউডের নানান আয়োজনে হাতে হাত রেখে উপস্থিত হওয়া হাতদুটি ছেড়েছে পরস্পরকে। কেন? সে প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী তামান্না। জানিয়েছেন, ভালোবাসা শর্তহীন।

তামান্নাকে আগলে রাখতেন বিজয়। কিন্তু হঠাৎ কেন ছাড়তে হলো ওই হাত? জানা গেছে, বিয়ে করে দ্রুত সংসারী হতে চেয়েছিলেন তামান্না। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। সম্প্রতি সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা ও সম্পর্ক, দুটি এক বিষয় নয়। মানুষ এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে। আমি শুধু নারী-পুরুষের সম্পর্কের নিরিখে কথাটা বলছি না। বন্ধুত্বের ব্যাপারেও একই কথা বলব।’

তামান্না মনে করেন, ভালোবাসায় কোনো শর্ত ধরে চলে না। ভালোবাসা সব সময় শর্তহীন। ভালোবাসায় যখনই শর্ত আরোপ করা হয়, তখনই সম্পর্ক হালকা হয়ে যায়। ওই সাক্ষাৎকারে সে প্রসঙ্গে তামান্না বলেন, ‘ভালোবাসা সব সময়ই এক তরফ থেকেই হয়।’ দুটো মানুষ ভালোবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের কাছ থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ আসে, তখনই ভালোবাসা বিনিময়ের সম্পর্কে পরিণত হয়।

বিয়ের কথা চলছিল তামান্না ও বিজয়ের। এমনকি বিয়ের পর একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও খুঁজছিলেন তারা। শোনা যায়, চলতি বছরই বিয়ের আসর বসবে বলে ঠিক হয়েছিল। বিয়ের ব্যাপারে বেশ তৎপর ছিলেন অভিনেত্রী। সেখানেই শুরু হয় জটিলতা।