রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে রাবি কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও হলের পক্ষ থেকে মন্দির চত্বরে ৪১টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন করা হয়। সেখানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সেসব মণ্ডপে নিজ নিজ বিভাগ ও হলের পক্ষ থেকে পূজা অর্চনায় যোগদান করেন।
এসময় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সকাল ১০ টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে অন্যান্য মণ্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সরস্বতী পূজা উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর পার্থ বিপ্লব রায়, সভাপতি প্রফেসর বিপুল কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
বাণী অর্চনার কর্মসূচিতে আরো ছিল সকাল ৮টায় প্রতিমা স্থাপন ও পূজা অর্চনা, সকাল ৯:৩০ মিনিটে পুষ্পাঞ্জলী, ১০টায় বাণী অর্চনা এবং বিকেল ৪:৩০ মিনিটে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাণী অর্চনা উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাবি কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী পূজা পরিদর্শন করেন