জেনিনে ভারী অস্ত্র ব্যবহার, ইসরায়েলের নিন্দা করল জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের মতে, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে। আল জাজিরা। জেনিন শরণার্থী শিবিরে একটি অভিযানে ইসরায়েলের প্রাণঘাতী শক্তি ব্যবহারের নিন্দা করেছেন তিনি। অভিযানে শিশুসহ সাত ফিলিস্তিনির প্রাণহানি ঘটে। ইসরায়েলি বাহিনী গেল সোমবার জেনিন শিবিরে তাণ্ডব চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে হেলিকপ্টার গানশিপের ব্যবহার করা হলো। গানশিপ দিয়ে আঘাতও করা হয় শিবিরে। এতে প্রাণহানির পাশাপাশি ৯১ জন আহত হন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক শুক্রবার সতর্ক করেন যে, ভারী অস্ত্র ব্যবহারের কারণে পরিস্থিতির তীব্র অবনতি হচ্ছে। তিনি ইসরায়েলকে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে এই সপ্তাহের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে, যা রাজনৈতিক বাক্যালাপের মাধ্যমে প্ররোচিত। ইসরায়েলের উন্নত সামরিক অস্ত্রের ব্যবহার বেড়েছে।