যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে। এখন এটি ‘যমুনা রেলসেতু’ হিসেবে পরিচিত হবে। পূর্বে এ সেতুর নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’।
রোববার (২২ ডিসেম্বর) এই তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
তিনি বলেন, ‘‘যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামেই উদ্বোধন করা হবে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে এ সেতু উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে।’’
এ ছাড়া তিনি উল্লেখ করেন, ‘‘রেলে ইঞ্জিনের সংকট রয়েছে, তাই নতুন ট্রেন চালু করতে পারছি না। তবে, রাষ্ট্রপতি মহামান্য অনুরোধ করেছেন, পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কিনা, এবং এ বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।’
এর আগে, গত শুক্রবার, অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন এবং জানান যে, তারা সাধারণত বিভিন্ন স্থাপনার নাম স্থানীয় এলাকার নাম অনুসারে রাখতে আগ্রহী। তিনি সেদিন জানিয়েছিলেন, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে।