পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হলো। আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারূফ আব্দুল্লাহ, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ। আরও যারা পদোন্নতি পেলেন- ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।