রাবির শেরে-বাংলা হলে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-বাংলা ফজলুল হক হলের আয়োজনে ‘জুলাই-আগস্ট বিপ্লব-২০২৪ অন্তঃফ্লোর শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায়  বিশ্ববিদ্যালয় শেরে-বাংলা ফজলুল হক হলের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, “শর্ট বাউন্ডারি খেলা খুবই জনপ্রিয় ও আনন্দদায়ক খেলা। তোমরা সবাই এই খেলায় অংশ গ্রহণ করেছো এবং অনেক আনন্দ করেছো। আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে মাঝে মাঝে অনেক ঘটনা ঘটে যা খুবই দুঃখজনক। আমরা দারুণ ভাবে  খেলবো এবং খেলাকে উপভোগ করার চেষ্টা করবো। পাঠ্য বই বা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শরীর ও মনের সুষম বিকাশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য হলেও খেলাধুলা করবো আমরা চেষ্টা করবো তোমাদের খেলাধুলার পযাপ্ত পরিবেশ তৈরি করে দেওয়ায়।”
সমাপনী বক্তব্য হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম বলেন, “হলের সবার প্রচেষ্টায় আজকের টুর্নামেন্টেটি আমরা সফলভাবে শেষ করতে পেরেছি এবং আগামীতে আরো অনেক খেলাধুলার আয়োজন করতে চাই। আমাদের হলের সমস্যাগুলো সমাধানে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা রাখছি এবং আমরা ২০২৬ সালের এক পূর্ণ মিলন করতে চাই।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিনুর ইসলাম কনকসহ হলের হাউজ টিউটর ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।