কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েক জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এমডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েক জন। এ সময় ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ৩০-৪০ জন সদস্য তাদের ওপর হামলা চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, হত্যার উদ্দেশে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের হাতে অস্ত্র ছিল। এতে কয়েক জন আহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।’’