১৩ ডিসেম্বর সকালে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সারা দিন আদালতে দড়ি টানাটানি চলার পর অবশেষে অভিনেতা অন্তর্বতী জামিন পান। অনেকেরই কৌতূহল ছিল, এত বড় একটা ঘটনা ঘটলো আল্লুর সঙ্গে, অথচ পর্দার শ্রীবল্লী, অর্থাৎ পুষ্পা ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা চুপ কেন? অবশেষে মুখ খুলেছেন তিনি।
রশ্মিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’
গত ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে, আল্লু অর্জুনকে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়।
শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন