ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ বুধবার সকালে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজধানী ঢাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে।
গত রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরদিন সোমবার তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে।
জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই কর্মসূচি শুরু হবে।
এরপর মতিঝিল শাপলা চত্বর হয়ে কাঁচপুর ব্রিজ, নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া, কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দর আখাউড়া সীমান্তে গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সীমান্ত হত্যা, ৫ আগস্টের পর ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, ভারতে অবস্থারত ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ আগ্রাসনবিরোধী প্রতিবাদ জানানো হবে। এ ছাড়া আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননা করার প্রতিবাদী ব্যানার-প্ল্যাকার্ড থাকবে কর্মসূচিতে।