নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে সরকারি জিয়া খালের দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ছয় জন আহত হয়েছেন।
আহতরা হলেন- বাশিলা ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবি মো. ইন্তাজ আলী, বাঁশিল গ্রামের বিএনপির কর্মী ও মৎস্যজীবী মো. হাবিবুর রহমান, (৩৫), বাঁশিলা ৯নং ওয়ার্ল্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৫)। নলডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা (৩২) ও ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. কালাম (৩৮)।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মোনোয়ার হোসেন জানান, হালতি বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের প্রায় তিন কিলোমিটার অংশের দখল নেওয়ার জন্য বিএনপির দুটি পক্ষ মুখোমুখি হয়। এক পর্যায়ে হালতি গ্রামের বিএনপির কর্মীরা বাঁশিলা গ্রামের বিএনপি কর্মীদের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সেই সংঘর্ষে ছয় জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”