বিএনপির কর্মসূচিসহ আজ যেসব আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। জেনে নিন কোথায় আজ (২৭ নভেম্বর, বুধবার) কী আয়োজন-

বিএনপির কর্মসূচি

বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহিদুর রহমান।

সকাল সাড়ে ১১টায় মিরপুর-২ আজমত গার্মেন্টস সামনে ১/গ বড়বাগে ‘আমরা বিএনপি পরিবার’ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিকেল ৪টায় উত্তরা হাজী ক্যাম্পের সামনে ঢাকা মহানগর উত্তর কৃষকদল আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে’ আজ বুধবার জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচী ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জাতীয় নাগরিক কমিটি।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুর ১টা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে জাতীয় নাগরিক কমিটি, লিগ্যাল উইং প্রতিবাদ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ।
শহিদ ডা. মিলন দিবসের কর্মসূচি

২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করবে।

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্মরণ সভার আয়োজন করেছে ড্যাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন

দেশের সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরতে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বেলা ১১টায়সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। ২২/১ তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মৎস্য উপদেষ্টার সংবাদ সম্মেলন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপদেষ্টা হিসেবে ১০০তম দিনে পদার্পন করেছেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিবাদ

কেনো বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে চলচ্চিত্র বাদ দেওয়া হলো? এই প্রশ্নে বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নাট্যশালার (দুদকের উল্টাদিকের) গেটে ফিল্ম কমিউনিটি দাঁড়াবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি ফিল্ম-এর শিক্ষক ও ছাত্র, সমালোচক, সাংবাদিকরা অবস্থান প্রতিবাদ জানাবে।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

মন্ত্রিপরিষদ বিভাগ ভবন-১, কক্ষ-৩০৪ এ সকাল ১১টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সোয়া ১১টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা।