ভারতে উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার এ ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩০ পুলিশ সদস্য।
বিষয়টি নিয়ে মামলা হলে আদালত জ্যেষ্ঠ আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের নেতৃত্বে একটি সমীক্ষা দল গঠন করে। এই দলটি রবিবার সম্ভলে পৌঁছেছিল। স্থানীয় জনগণ এর বিরোধিতা শুরু করে। একপর্যায়ে জনতা পুলিশ ও সমীক্ষা দলকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ শুরু করলে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিন জন নিহত হয়।
মুরাদাবাদ ডিভিশনের পুলিশ প্রধান অঞ্জনেয় কুমার সিং জানিয়েছেন, এই হামলায় জড়িত থাকার কারণে তিনজন নারীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহী জামা মসজিদ সংক্রান্ত মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈন। মামলায় তিনি দাবি করেন, অতীতে এটি ছিল হরিহর মন্দির। মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি হয়। ১৫২৯ সালে এই কাজ করেন মুঘল বাদশাহ বাবর। বিষ্ণু শংকর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। গত ১৯ নভেম্বর পুলিশ মোতায়েনে প্রথম দফায় সমীক্ষা হয়েছিল। রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন।