ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। এ সিরিজে ‘জাহানারা’ অর্থাৎ ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তরুণ অভিনেত্রী হিয়া রায়। পর্দায় হিয়ার সাহসী উপস্থিতি নিয়ে বেশ চর্চা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে সাহসী বলেই মনে করি। জাহানারা চরিত্রটা যেমন, আমি সেভাবেই নিজেকে পর্দায় তুলে ধরেছি।’ এ সিরিজের পর হিয়াকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অভিনেত্রী চান আরও বড় পরিসরে কাজ করতে। তবে সে জন্য নিজেকে আরও তৈরি করতে চান।
পশ্চিমবঙ্গে মধ্যমগ্রামের মেয়ে হিয়া। স্কুলের পড়াশোনা সেখানেই। দশম শ্রেণিতে পড়ার সময়ই সাধারণ ক্যামেরায় ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতেন। সেখান থেকে বেশ কিছু চিত্রগ্রাহকের তার ছবি পছন্দ হয়। উচ্চ মাধ্যমিকের পর মডেলিং শুরু করেন। কলেজ শেষ হয় ২০২২ সালে। তারপর থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন।
এর আগে ‘জাতিস্মর’ সিরিজে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। অডিশনের ডাক আসে। সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ও নির্মাতা অর্পণ গড়াই তাকে জাহানারার চরিত্রে বেছে নেন।
থিয়েটার করেননি, অভিনয়ের কোনো প্রথাগত শিক্ষাও নেই। তাই সিরিজটা শুরু হওয়ার আগে প্রায় চার থেকে পাঁচ মাস কর্মশালায় যোগ দিয়েছিলেন হিয়া।