যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন মাইকেল ওয়াল্টজ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টজকে মনোনীত করেছেন। বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্র সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাওয়া ওয়াল্টজ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সাবেক কমকর্তা। তিনি চীনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

রয়টার্স জানায়, ওয়াল্টজ দীর্ঘদিনের ট্রাম্প সমর্থক। তিনি আমেরিকার ন্যাশনাল গার্ডে কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াল্টজ গত সপ্তাহে কংগ্রেস নির্বাচনে তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হন। এর আগে বিভিন্ন সময় তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা কার্যকলাপের সমালোচনা করেছেন এবং এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

মার্কিন সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুব শক্তিশালী একটি ভূমিকা। যার পরামর্শ সিনেটে অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়াল্টজ ট্রাম্পকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

২০২১ সালে আফগানিস্তান থেকে বিপর্যয়করভাবে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করার সময়, ওয়াল্টজ প্রকাশ্যে ট্রাম্পের বৈদেশিক নীতির মতামতের প্রশংসা করেন।

ওয়াল্টজ এই বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে বলেন, ‘বিঘ্নকারীরা প্রায়শই সুন্দর হয় না…স্পষ্টতই আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থা এবং অবশ্যই পেন্টাগনের খারাপ পুরানো অভ্যাসের মধ্যে পড়ে থাকা অনেক লোকের এই ব্যাঘাতের প্রয়োজন।’

ওয়াশিংটনের রাজনৈতিক জগতে ওয়াল্টজ দীর্ঘ পরিচিত মুখ। তিনি প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড এবং রবার্ট গেটসের প্রতিরক্ষা নীতি পরিচালক ছিলেন। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন। তিনি সামরিক সরবরাহের তত্ত্বাবধানকারী হাউস আর্মড সার্ভিসেস সাবকমিটির চেয়ারম্যান এবং গোয়েন্দা বিষয়ক নির্বাচন কমিটিরও।

ওয়াল্টজ রিপাবলিকানদের চায়না টাস্ক ফোর্সেও রয়েছেন। তার মতে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘর্ষ হলে মার্কিন সামরিক বাহিনী ততটা প্রস্তুত নয়, যতটা দরকার।‘হার্ড ট্রুথস: থিঙ্ক অ্যান্ড লিড লাইক আ গ্রিন বেরেট’ শিরোনামে এই বছরের শুরুর দিকে প্রকাশিত একটি বইয়ে ওয়াল্টজ তাইওয়ানকে দ্রুত সশস্ত্র করা, প্রশান্ত মহাসাগরে মিত্রদের আশ্বস্ত করা এবং আধুনিকীকরণসহ চীনের সাথে যুদ্ধ প্রতিরোধ করার জন্য একটি পাঁচ-অংশের কৌশল নির্ধারণ করেছেন।

ইউক্রেনের বিষয়ে ওয়াল্টজ বলেছেন, তার মতামত বিকশিত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পরে, তিনি রাশিয়ান বাহিনীকে পিছনে ঠেলে দিতে সহায়তা করার জন্য কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানান।

কিন্তু গত মাসে একটি অনুষ্ঠানে ইউক্রেন বিষয়ে তিনি তার আগের অবস্থান থেকে সরে এসে বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলোর পুনর্মূল্যায়ন করতে হবে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হামাস এবং ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করতে ওয়াল্টজকে বড় ভূমিকা রাখতে হবে।