নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।
সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য আসছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওসুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত দু’জন জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।