দক্ষিণে ঝুঁকছেন দিশা?

বলিউড অভিনেত্রী দিশা পাটানির জন্ম ভারতের উত্তর প্রদেশে। ২০১৫ সালে তেলেগু ভাষার ‘লোফার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এতে তার নায়ক ছিলেন বরুণ তেজ। পরের বছরই ‘এম. এস. ধোনি: আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটিতে বেশ নজর কাড়েন এই নায়িকা।

২০১৭ সালে একটি চাইনিজ সিনেমায় অভিনয় করেন দিশা পাটানি। তবে সিনেমাটিতে বিশেষ কোনো পদচিহ্ন আঁকতে পারেননি এই অভিনেত্রী। এক বছরের বিরতি নিয়ে বলিউডের ‘ওয়েলকাম টু নিউ ইর্য়ক’ সিনেমায় অভিনয় করেন। ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। সুতরাং এ সিনেমায় নিজেকে মেলে ধরার সুযোগই পাননি দিশা।

২০১৮ সালে ‘বাঘি টু’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান দিশা। এতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যায় তাকে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। অভিনয়ের জন্য দিশাও বেশ প্রশংসা কুড়ান।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ‘ভারত’, ‘মালাং’, ‘রাধে’, ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় অভিনয় করেন দিশা পাটানি। ২০২৩ সালে কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। ২০২৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘যোদ্ধা’ সিনেমা। তবে একটি সিনেমা দিয়েও সাড়া ফেলতে পারেননি এই অভিনেত্রী।

৯ বছর পর ফের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বেশ আলোচনার জন্ম দেন দিশা পাটানি। ‘কল্কি’ শিরোনামের এ সিনেমা চলতি বছরের ২৭ জুন মুক্তি পায়। প্রভাস অভিনীত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল।

কল্কি’ মুক্তির পর আরেকটি দক্ষিণী সিনেমায় নাম লেখান দিশা পাটানি। তামিল ভাষার ‘কঙ্গুভা’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করেছেন শিবা। দিশার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। ৩০০-৩৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ সিনেমা নিয়েও আশাবাদী চলচ্চিত্র বিশ্লেষকরা।

প্রায় এক দশক পর টানা দক্ষিণী সিনেমায় অভিনয় করলেন দিশা পাটানি। ফলে অনেকের মনে প্রশ্ন— বলিউডের চেয়ে কি দক্ষিণী সিনেমায় ভরসা রাখছেন দিশা? প্রশ্নটি প্রাসঙ্গিক হলেও এ নিয়ে টু-শব্দ করেননি এই নায়িকা।

বিশ্ব বাজারে ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে। এক সময় বলিউড ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিলেও তা এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাতে। নিম্নমানের গল্প, মেকিং, প্রযুক্তির ব্যবহার, প্রচার কৌশলসহ নানা কারণে পিছিয়ে গেছে বলিউড।

ফলে বলিউডের অনেক তারকাই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন। কিছু দিন আগে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। এতে পারফর্ম করে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।

তা ছাড়া বলিউডের সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, সাইফ আলী খান, কারিনা কাপুর খান কয়েকটি দক্ষিণী সিনেমায় যুক্ত হয়েছেন। এ পরিস্থিতিতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরে দিশার ভরসা করা বিস্ময়কর বিষয় নয় বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।