অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-২০ দল ঘোষণা

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে চলতি বছরের মার্চে আবারও তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়। তবে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে ৬ মাসের মাথায় চলতি মাসের শুরুতে ফের অধিনায়কত্ব ছাড়েন তিনি।

বাবরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পরপরই কৌতুহল ছিল সাদা বলে পাকিস্তানের দায়িত্ব নিতে যাচ্ছেন কে? লাল বলের ক্রিকেট টেস্টে আগে থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন শান মাসুদ। অবশেষে সাদা বলের অধিনায়কের নামও ঘোষণা করল পিসিবি। যাকে নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল, সেই মোহাম্মদ রিজওয়ানকেই অধিনায়ক করেছে পাকিস্তান। তার সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে অনিয়মিত সালমান আলী আগাকে।

আগামী নভেম্বর মাসজুড়ে ও ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান। দেশ দুটিতে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এই দুই সিরিজেই দায়িত্ব পালন করবেন রিজওয়ান ও সালমান। ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও পাকিস্তানের।

২০১৫ সালে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় ৩২ বছর বয়সী রিজওয়ানের। এরপর থেকে ৭৪টি ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে এখনো পর্যন্ত ৫ হাজার ৪০১ রান করেছেন রিজওয়ান। এছাড়া ১৪৩টি ডিসমিসালও আছে তার। পাকিস্তানের ৩১তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ১২তম অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি খেলবেন না রিজওয়ান। সেখানে অধিনায়কের ভূমিকায় থাকবেন সালমান।