বৈষম্যবিরোধী আন্দোলনকে ভিন্নরূপে তুলে ধরলেন জেসিয়া ইসলাম

সপ্তাহখানেক আগে গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সুইমস্যুট রাউন্ডে বিকিনি পরা ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। তবে এবার একই আয়োজনে নিজেকে ও সাম্প্রতিক ঘটে যাওয়া দেশের বৈষম্যবিরোধী আন্দোলনকে ভিন্নরূপে তুলে ধরেছেন।

বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) ফাইনালে বিজয়ী হিসেবে ভারতের মডেল র‌্যাচেল গুপ্তাকে ঘোষণা করা হয়। বিজয়ীদের তালিকায় না থাকলেও শীর্ষ বিশে ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জেসিয়া

জানা যায়, দেশে গত জুলাই ও আগস্টের আন্দোলনের সময় ফেসবুকে ব্যবহৃত হ্যাশট্যাগ শব্দগুলো থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে নিজের গাউনে তুলে ধরেছেন জেসিয়া। সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক।

পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।

ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’