সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অভিযানে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে সেনাবাহিনী ছাড়াও অংশ নেয় র্যাব ও পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য জানান। এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে মিনি শপিংমলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে বেশ কিছুদিন ধরেই চলছে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে মোহাম্মদপুরে।এদিকে মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার আলটিমেটাম দেন স্থানীয়রা। গত দুমাস ধরে চুরি-ছিনতাই ও ডাকাতি অব্যাহতভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানা ঘেরাও করেন স্থানীয়রা। পালন করেন অবস্থান কর্মসূচিও। তবে পুলিশ জানায়, জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তারা।