আশরাফুল ইসলাম ফরাশী, রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার পিপি আর রোগ নির্মূল ও ক্ষুর রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত )এর আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাগমারা রাজশাহী। এই প্রকল্পের আওতায় গত ০১/১০/২৪ হতে ১৮/১০/২৪ তারিখ পর্যন্ত সারাদেশের নেয় বাগমারাতে ছাগলও ভেড়ার বিনামূল্যে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির প্রধান কার্যক্রম চলছে।
গতকাল ১৬/১০/২৪ ইং রোজ বুধবার টিকাদান কর্মসূচির কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আহসান হাবিব ও প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাকসিনেটর এবং সুফল বগি খামারি প্রমূখ।