ইসরায়েলি হামলায় ধ্বংস ১০০ বছরের পুরনো মসজিদ

লেবাননের দক্ষিণে বিমান হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী। রোববার (১৩ অক্টোবর) ভোর রাতে এ হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হামলা জোর দার করেছে তেল আবিব, যার সর্বশেষ নজির মসজিদ ধ্বংস করা। খবর গালফ নিউজ লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মসজিদটিতে হামলা চালায় ইসরায়েল। ওই এলাকার মেয়র ফুয়াদ ইয়াসিন এএফপিকে বলেন, মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে। তিনি আরও বলেন, মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন। গত এক বছর ধরে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলছে। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর এ সংঘর্ষ আরও মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ১২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।