প্রধান বিচারপতির সরকারি বাসভবনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্থায়ীরূপে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর ১৯ হেয়ার রোডে অবস্থিত দেশের প্রধান বিচারপতির বাসভবনটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গতকাল বুধবার বাসভবনটি পরিদর্শক করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধান বিচারপতির বাসভবনে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনা স্থায়ীরূপে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোর মধ্য থেকে এই ঐতিহাসিক স্থাপনার সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি গুরুত্বারোপ করেন।