নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ

আজ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের নোবেল পুরস্কার ঘোষণা। প্রতিবছরের মতো এবারও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে। এ ছাড়া নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম।

এই পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক পুরস্কার হিসেবে পরিগণিত হয়ে আসছে এক শ বছরেরও বেশি সময় ধরে।আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ছিল না। ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা এবং প্রদান করা ছাড়াও পুরস্কারের প্রাইজমানি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক থেকে তা নোবেল পুরস্কারের মতোই বিবেচিত হয়। সেই থেকে বিশ্বে অর্থনীতির পুরস্কারটি ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা লাভ করে।প্রথানুযায়ী আগামী ১০ ডিসেম্বর পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক দেওয়া হবে।