প্রধানমন্ত্রীর কাছে ভিন্ন দাবি জানালেন অভিনেত্রী শুভশ্রী

এবার প্রধানমন্ত্রী মোদির কাছে ভিন্ন এক দাবি জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী।

আরজি কর মেডিকেল কলেজ হাসাপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে পথে নেমেছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৫ অগস্ট থেকে একের পর এক প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের সঙ্গে তারকারাও রাস্তায় নেমেছেন।

গতকাল ১ সেপ্টেম্বর ‘মহামিছিল’ ছিল নাগরিক সমাজের। সেখানেও সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। বারবার রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন সকলে। এরই ধারাবাহিকতায় এবার মোদির কাছে অনুরোধ জানালেন শুভশ্রী। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

দিন কয়েক আগেই শুভশ্রী প্রশ্ন তোলেন, ‘রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউনের ঘোষণা হতে পারে। তা হলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না?’ এবার শুভশ্রীর মোদির কাছে অনুরোধ, ‘স্বচ্ছ ভারতের নয় আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন।’ যদিও সম্প্রতি এমনই এক পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্ট ভাগ করে নিচ্ছেন অনেকে।