ম্যানসিটির দারুণ জয়ে হলান্ডের হ্যাটট্রিক

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হলান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় তুলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার প্রিমিয়ার লিগে হলান্ড ওয়েস্ট হ্যামের জালে শুরুতেই বল পাঠানোর সুবর্ণ সুযোগ পেয়ে যান। বাইলাইন থেকে বের্নার্দো সিলভার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দশম মিনিটে প্রতিপক্ষের দুবর্লতায় বল ধরেই সামনে বাড়ান সিলভা। আর নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের স্ট্রাইকার। লিগে তিন ম্যাচেই জালের দেখা পেলেন তিনি।

স্বাগতিকরা ১৯তম মিনিটে প্রতিপক্ষের দুর্ভাগ্যে গোল পেয়ে যায়। ডান দিক দিয়ে আক্রমণ শাণিয়ে বক্সে ঢুকে গোলমুখে ক্রস বাড়ান জ্যারড বোয়েন, তবে ডিফেন্ডার রুবেন দিয়াসের পায়ে লেগে বল চলে যায় জালে।

হলান্ড ৩০তম মিনিটে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং ফের এগিয়ে যায় সিটি। ডি-বক্সে চার সতীর্থের পা ঘুরে, সবশেষ রিকো লুইসের পাস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জায়গা বানিয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন হলান্ড।

বিরতির পর ৮৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হলান্ড। মাঝমাঠ থেকে মাথেউস নুনেসের থ্রু বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, দুই টোকায় বক্সে বাড়িয়ে তৃতীয় ছোঁয়ায় নিচু শটে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী তারকা।

হলান্ডের নৈপুণ্যে তার দল সিটিও দারুণ এক রেকর্ড গড়ল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সবচেয়ে বেশি (৪৩) হ্যাটট্রিকের মালিক ম্যানচেস্টার সিটি।

লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। দিনের প্রথম ম্যাচে ব্রাইটনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করে আর্সেনাল। দল দুটির পয়েন্ট সমান ৭ করে।