যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। অন্তত চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেওয়ার কাজ অতিদ্রুত শুরু করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় ডিএমপির থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান থানার অবকাঠামো ঠিক আছে কি না, মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেছেন সংশ্লিষ্ট বিভাগকে।
অন্তত চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেওয়ার কাজ অতিদ্রুত শুরু করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ে।