বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর কাজলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েক শ শিক্ষার্থী। পরে দলে দলে তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যোগ দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকালও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।