কোটা সংস্কার আন্দোলন : ডিএমপির বিভিন্ন থানায় ৫৩ হত্যা মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের আত্মীয় স্বজন ও পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপিতে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বিপ্লব কুমার বলেন, নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না। তিনি বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত বিভিন্ন থানায় ২৬৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৮৫০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে না।