ভেঙে দেওয়া হলো আ. লীগের ২৭ ইউনিট কমিটি

আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার তিন থানার ৮ ওয়ার্ডের অন্তত ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অবস্থান ও ভূমিকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এসব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিলুপ্ত করা ইউনিটগুলো শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও আদাবর থানা এবং এসব থানার অধীন ৮ ওয়ার্ডের সব কমিটি। থানা কমিটিগুলো পূর্ণাঙ্গ ছিল না। কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলো গত জুনে কেন্দ্রে জমা দিয়েছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

গত দুই দিন রাজধানীর নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের (এমপি) নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকের ধারাবাহিকতায় কমিটি বিলুপ্ত করার ঘোষণা এল। যেসব থানা ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার জন্য যে তালিকা দেওয়া হয়েছে সে অনুযায়ী নতুন কমিটি হবে না। বরং আরও যাচাই-বাছাই করে নতুন কমিটি দেওয়া হবে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন