উইম্বলডনের নতুন রানী ক্রাইচিকোভা

উইম্বলডন নারী এককের ফাইনালে ৩১তম বাছাই বারবোরা ক্রাইচিকোভা ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন সপ্তম বাছাই জেসমিন পাওলিনিকে। প্রথমবারের মতো উইম্বলডনের (এককে) শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রাইচিকোভা। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ক্রাইচিকোভা।

চেক প্রজাতন্ত্রের তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন ক্রাইচিকোভা। পাওলিনি চলতি বছর দ্বিতীয় বারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারলেন। এর আগে ২০২৪ ফ্রেঞ্চ ওপেনে হেরেছিলেন সোয়াতেকের কাছে।

উইম্বলডন জয়ের পর বারবোরা ক্রাইচিকোভা বলেন, ‘আমার কথা বলার ভাষা নেই, অবিশ্বাস্য। এটি অবশ্যই আমার টেনিস ক্যারিয়ারের সেরা একটি দিন, আমার জীবনেরও বটে। আমি কি অনুভব করছি সেটা বোঝানো মুশকিল। জাসমিন পাওলিনিকেও অভিনন্দন। আমরা দুজনেই প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি।’

কথা বলতে যেয়ে এক পর্যায়ে আবেগ ভার করে ক্রাইচিকোভার উপর। তার চোখের কোণে ছিল খুশির জল। ক্রাইচিকোভা আরও বলেন, ‘দুই সপ্তাহ আগে আমি কঠিন সময় পার করেছি। আমি ইনজুরিতে পরেছিলাম, কিছুটা অসুস্থও হয়েছিলাম। মৌসুমে শুরুটাও ভালো ছিল না। কিন্তু এখন আমি উইম্বলডন চ্যাম্পিয়ন।’

উইম্বলডন হারলেও পাওলিনি জানিয়েছেন, সুন্দর দুই সপ্তাহ কেটেছে তার। ইতালিয়ান এই টেনিস তারকা বলেন, আমার ম্যাচে এই স্টেডিয়াম পরিপূর্ণ দেখতে পারাটা স্বপ্ন পূরণ। বারবোরা তুমি সত্যিই খুব ভালো খেলেছো। সুন্দর টেনিস খেলেছো তোমাকে ও তোমার দলকে অভিনন্দন। গেল দুই সপ্তাহ পাগলাটে ছিল আমার জন্য।’

পাওলিনি টেনে আনেন তার পরিবারের কথা। ‘আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থন ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম না। আমি হেরে কিছুটা কষ্টে আছি তবু হাসি মুখে থাকার চেষ্টায় আছি। আমি ছোটবেলায় টিভিতে উইম্বলডন ফাইনাল দেখতাম আর ফেদেরারকে সমর্থন দিতাম।’