কোপার চ্যাম্পিয়ন দল পাবে ১৮৮ কোটি টাকা

কোপা আমেরিকার পর্দা নামছে আগামীকাল রবিবার। শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। প্রায় দুই যুগ পর কলম্বিয়ারা উঠেছে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে এই কোপার মুকুট জেতার লড়াই।

সেই ফাইনালের আগে দর্শকদের মনে অবশ্য কৌতুহল কোপায় চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? সেরা খেলোয়াড়ই বা কত জিতে নেবেন?

প্রত্যেক টুর্নামেন্টের মতো কোপা আমেরিকাতেও অংশগ্রহণকারি দল পাবে নগদ অর্থ। এবারের আসরে অংশ নিয়েছিল ১৬টি দল। এজন্য দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) বাড়তি প্রণোদনা হিসেবে রেকর্ড ৭২ মিলিয়ন ডলার বিতরণ করেছে।

কনমেবল জানিয়েছে, অংশগ্রহণকারি প্রতিটি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার করে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা প্রতিটি দল পাচ্ছে ৪ মিলিয়ন ডলার করে। এমনকি চতুর্থ স্থান অধিকারি দলও পাবে ৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অধিকারি দল পাচ্ছে ৫ মিলিয়ন এবং রানার্সআপ পাবে ৭ মিলিয়ন ডলার।

আর কোপার শিরোপাজয়ী দল ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় তা ১৮৮ কোটি ৩৬ হাজার ৮০০ টাকা। যা ২০২১ সালের চেয়ে ৬ মিলিয়ন বেশি। গত আসরে ২৮ বছরের শিরোপা খড়া ঘুচিয়ে আর্জেন্টিনা জিতেছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় কনমেবল তাদেরকে আরও ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়। তবে ঐ বছর ফিনালিসসিমা থেকে কত পুরস্কার পেয়েছিল তা প্রকাশ করেনি আর্জেন্টিনা ও ইতালির ফুটবল ফেডারেশন।