বাংলা ব্লকেড : মেট্রোরেলে উপচে পড়া ভিড়

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের অবরোধের কারণে রাজধানীর মেট্রোরেলের ওপরে যাত্রী চাপ বেড়েছে ব্যাপক।

আজ বুধবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ থাকায় গন্তব্যে পৌঁছাতে স্টেশনে স্টেশনে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছেন। টিকেটের লাইনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অনেকে ঘণ্টাখানেক দাঁড়িয়ে টিকেট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না। তাতে প্ল্যাটফর্মেও বাড়ছে ভিড়।

সকাল থেকে আন্দোনলকারীরা সায়েন্স ল্যাব, শাহবাগ, হাই কোর্টের কাছে মৎস্যভবন মোড়, বাংলামোটর, ফার্মগেইট, আগারগাঁও অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ সড়কে সকালে কিছু পরিবহন দেখা গেলেও বেলা বাড়লে সেই সংখ্যা কমতে থাকে। তাই নিয়মিত যাত্রীদের বাইরেও অনেকে এদিন বাধ্য হয়ে মেট্রোরেল ধরতে স্টেশনে যান।

দুপুরের পর থেকে স্টেশনগুলোয় চাপ এত বেড়ে যায় যে, টিকেট হাতে নিয়ে অনেকে ট্রেন পর্যন্তও পোঁছাতে পারেননি

এদিকে সর্বোচ্চ আদালত কোটার ওপর স্থিতাবস্থা জারি করলেও সংসদে আইন পাস করে সরকারি চাকরির কোটাব্যবস্থার ‘যৌক্তিক’ সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।