মেসি কি সত্যিই বাংলাদেশে আসছেন

জীবন্ত কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আসছেন বাংলাদেশে। এই খবরে সামাজিক মাধ্যমে এখনই উত্তেজনায় মেতেছেন ভক্ত ও আর্জেন্টিনা ভক্তরা। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসির আগমনের জোড় সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী বছরের শুরুই আসতে পারেন মেসি। একইসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ এবং ঢাকা সফর করবেন মেসি। কলকাতার সংবাদ মাধ্যম জি-২৪ জানিয়েছে, বিষয়টি নিয়ে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন শতদ্রু। মেসির সঙ্গে কথাও হয়েছে তার। দুই পক্ষের মধ্যে খুব ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে মেসিকে কলকাতা ও ঢাকায় এনে বড় ধামাকা দিতে পারেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু। সঙ্গে চমক হতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকেও মেসির সঙ্গে কলকাতা ও ঢাকা সফরে আনার চেষ্টা চলছে। মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলছেন। গত মৌসুমের কোপা আমেরিকা জয়ী ও কাতারে বিশ্বকাপ জয়ী মেসির দল এরই মধ্যে আসরের সেমিফাইনালে উঠে গেছে। আগামী ১৫ জুন ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। এরপরই মেসি কলকাতা-ঢাকা সফরে আসবেন কি না, এলে কবে আসবেন ওই ঘোষণা দেবেন শতদ্রু।