করোনার কারণে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬০৪ জন। শুক্রবার (১২ মে) সকালে করোনার খোঁজখবর রাখে এমন ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ১৩৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৩ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ লাখ ২৩ হাজার ৭৭৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।