নারী এর “না” যখন নৈতিকতার প্রতিক

‘নারী’ শব্দটির শুরু না দিয়ে । এই “না” টাকে নেতিবাচক না দেখিয়ে নৈতিকতা হিসেবে দেখানো উচিত। কি করে? সেটাই বলছি

নারী বলতে একজন পূর্ণ বয়স্ক মহিলা মানুষকে বোঝায়। যৌবনকালে পৌছাবার পূর্বে একজন নারীকে মেয়ে বলে সম্বোধন করা হয়। নারী শব্দটিকে যখন “নারী অধিকার” শব্দগুচ্ছে ব্যবহার করা হয় তখন বয়সের ব্যাপারটিকে প্রাধান্য দেয়া হয়না।আবার নারীত্ব (যাকে নারীত্ব বা বালিকাসুলভ হিসেবেও অভিহিত করা হয়) হলো একগুচ্ছ বৈশিষ্ট্য, আচরণ এবং ভূমিকা যা সাধারণত নারী এবং মেয়েদের সাথে সম্পর্কিত। নারী এর জীবন চক্র শুরু হয় কন্যা সন্তান হিসেবে তারপর কিশোরী, মহিলা। একটি জরিপে দেখা যায় ২০২৩ সালের প্রথম আট মাসে ২ হাজার ১৫৫ নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। জানুয়ারিতে নির্যাতনের শিকার ২৪০ নারী ও কন্যাশিশু।

 

ফেব্রুয়ারিতে ২৩২ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হয়েছে মার্চে ২৪৯ নারী ও কন্যাশিশু। এপ্রিলে নির্যাতনের শিকার ২৩৩ নারী ও কন্যাশিশু। মে থেকে নির্যাতনের ঘটনা বেড়ে যায়। এই মাসে ৩০১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়। জুনে ৩২৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। জুলাইয়ে ২৯৮ নারী ও কন্যাশিশু এবং আগস্টে ২৭৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়।

বলছি কন্যা সন্তানদের কথা। এই যে নির্যাতিত কন্যা সন্তান এদের মধ্যে অনেকে জানে না ও বোঝেনা তারা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়ে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে। ঠিক এই জন্যই পরিবারে একজন কন্যা সন্তান এর বাবা ও মাকে তাদের কন্যা সন্তানকে ‘না’ বলতে শিখাতে হবে। বোঝাতে হবে তাদের শরীরের কোন অংশগুলো গোপনীয়।

বোঝাতে হবে শিক্ষক, মামা, চাচা, ফুপা এবং বিভিন্ন নামধারী আত্মীয় কেউ সেই অংশগুলোকে স্পর্শ করতে পারবে না। করলেও সেই মুহূর্তে কন্যা শিশু যেন প্রতিবাদ করতে পারে। কন্যা সন্তান যেন তার অধিকার এর প্রথম ধাপ নিজে গ্রহণ করতে পারে, একবার উচ্চ স্বরের ‘না’ বলতে পারে, ‘না’-কে নিজের জন্য ইতিবাচক করে তুলতে পারে।

২০২৪ এর এই নারী দিবসে কন্যা সন্তানদের প্রথম ধাপে নারী অধিকার শিক্ষা দিন। সম্পর্ক রক্ষার ভয়ে দমে নয় কন্যা সন্তানদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার জন্য তাদের বিশ্বাস করুন তাদের ভরসা দিন। ওরা আগামী দিনের ভবিষ্যৎ আজ নিজের জন্য দাঁড়ালে কাল বাকি নারীদের জন্য দাঁড়াবে। নিজের রক্ষা নিজে করার চেষ্টা করবে।

শারজিনা আক্তার ইমা গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয়