নিজস্ব প্রতিবেদক:শেরপুরের নকলায় দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
শনিবার ৯ মার্চ দুপুরে ফোরামের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে স্থানীয় কোর্ট রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই উদ্বেগ জানিয়ে অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবী দাবী করা হয়।
ফোরামের জেলা শাখার সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে সভায় সাংবাদিক জিতু তালুকদার, শাহনেওয়াজ সুমন, এম এ কাইয়ুম সুলতান, শফিকুর রহমান, রুহুল আমিন রণী, সুধাংশু শেখর হালদার, মাইকেল নংরুম, আলতাফুর রহমান, এলিসন সুঙ, মামুনুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন সরকারী কেনাকাটার তথ্য চেয়ে আবেদন করার অপরাধে শেরপুরের নকলা ইউএনওর নির্দেশে এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহনযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন সাংবাদিককে বিরুদ্ধে এই দন্ড অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে। যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।
সভায় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।