যে কারণে ভিসা পাননি ফারিণ

দেশের জনপ্রিয় দুই তারকা প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায়। শিহাব শাহীনের এ সিনেমায় রাজশাহীর পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও দৃশ্যধারণ করা হয়েছে। তবে নির্মাতা, অভিনেতাসহ কলাকুশলীরা ঠিকমতো অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা পেলেও বিপত্তিতে পড়েছিলেন ফারিণ।

সংবাদমাধ্যম অনুযায়ী, পরিচালক বলেন, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের দৃশ্যধারণ পেছাতে হলো। কারণ, ফারিণের ফেসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ; পাসপোর্টে ভিন্ন নাম ছিল। সে জন্য প্রথমে রিজেক্ট হয়েছিল তার ভিসা।’

শেষ পর্যন্ত ভিসা পেয়েছিলেন ফারিণ; অস্ট্রেলিয়ায় গিয়ে সিনেমার দৃশ্যধারণও করেছেন তিনি। আগামী ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পাচ্ছে চরকির অরিজিনাল এ সিনেমাটি।

প্রীতম-ফারিণ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে নতুন মুখ রূপন্তী আকিদ-এর। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।