“অমর একুশে বইমেলা উদ্বোধন

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার উংসাহিতকরণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি “অমর একুশে বইমেলা-২০২৪” এর আয়োজন করেছে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান আজ (১৮ ফেব্রুয়ারি, ২০২৪) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স-এর ডিন প্রফেসর মো. শহীদুর রহমান ও জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ। উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বইমেলা-২০২৪ এর আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।