ভারতের রাজধানী নয়াদিল্লিতে রঙের একটি কারখানায় বিস্ফোরণজনিত কারণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে সেখানে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।দমকল বাহিনীর পরিচালক অতুল গর্গ এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির উত্তর উপকণ্ঠে এ অগ্নিকা- ঘটে।
গার্গ বলেন, ওই রঙের কারখানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা কারখানার শ্রমিক ছিলেন। বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরে বলা হয়, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে আগুন পার্শ্ববর্তী একটি বাড়ি এবং একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়ে।
গার্গ বলেন, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।মালিকরা নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে কারখানা চালানোয় ভারতজুড়ে এমন দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।২০১৯ সালে দিল্লির একটি স্কুল ব্যাগ ও জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ জনেরও বেশি প্রাণ হারায়।
খবর এএফপি