স্বাধীনতা দিবসে দেখে ফেলতে পারেন যে সিনেমা-সিরিজ

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের কথা উঠলেই অনেকের মনে প্রথমেই আসে চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের নাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ওরা ১১ জন চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা-প্রযোজক। সরাসরি মুক্তিযুদ্ধের না হলেও আরেকটি সিনেমার কথাও বলতে হয়, ‘জীবন থেকে নেয়া’। পাকিস্তান সেন্সর বোর্ড জহির রায়হানের এই সিনেমাকে আটকে দিয়েছিল। কিন্তু জহির হার মানেননি। সেন্সর বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে শুরু হয় তর্কবিতর্ক। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সালেহ সোবহান বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’। এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নিজস্ব কনটেন্ট। মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র সেকালের পূর্ণদৈর্ঘ্য ওরা ১১ জন বা একালের স্বল্পদৈর্ঘ্য লাইটস, ক্যামেরা…অবজেকশন থাকতে পারে স্বাধীনতা দিবসের কনটেন্ট দেখার তালিকায় শীর্ষে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে মুক্তিযুদ্ধভিত্তিক নানা কনটেন্ট। এর মধ্যে আছে বিভিন্ন অনুষ্ঠান, নাটক, সিরিজ, অ্যান্থলজি, সিনেমা ইত্যাদি। সেই সূত্র ধরে মুক্তিযুদ্ধভিত্তিক একগুচ্ছ কনটেন্ট দেখার সুযোগ করে দিচ্ছে চরকি। ২৩ মার্চ থেকে ২৯ মার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে চলছে ‘স্বাধীনতা উৎসব’। এ উপলক্ষে চরকি প্ল্যাটফর্মে বিশেষ একটি বিভাগ যোগ করা হয়েছে। ‘ওরা ১১ জন’, ‘গেরিলা’, ‘আলোর মিছিল’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘একাত্তরের যীশু’, ‘সূর্য দীঘল বাড়ী’ এবং চরকি অরিজিনাল সিরিজ ‘জাগো বাহে’—এ সাতটি সিনেমা শুধু নিবন্ধন করে ফ্রিতে দেখার সুযোগ রয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে চরকিতে মুক্তি পেয়েছিল অ্যান্থলজি সিরিজ ‘জাগো বাহে’। সেই সিরিজের তিনটি পর্বে দেখা গেছে ভাষা আন্দোলন, ’৭০ ও ’৭১-এর প্রেক্ষাপট। ‘শব্দের খোয়াব’, ‘লাইটস…ক্যামেরা অবজেকশন’ ও ‘বাংকার বয়’ নামের পর্বগুলো পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম ও সুকর্ণ শাহেদ ধীমান। স্বাধীনতার এই দিনে দেখে ফেলতে পারেন চমৎকার এই সিরিজ।