লেভানডস্কির জোড়ায় পিছিয়ে থেকেও বার্সার জয়

চ্যাম্পিয়নস লিগে অপেক্ষাকৃত দুর্বল দল শাখতার দোনেৎস্কের সঙ্গে হারের কষ্ট নিয়েই ঘরের মাঠে আলাভেসকে আতিথেয়তা দিতে নেমেছিল বার্সেলোনা। তবে এ ম্যাচেও হার দেখছিল কাতালান ক্লাবটি। ম্যাচের ১৭ সেকেন্ডেই আলাভেস নেয়। এরপর অবশ্য রবার্ট লেভানডস্কির কল্যাণে কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে বার্সা। আজ রোববার এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিয়াসে দর্শকেরা চেয়ারে ঠিক মতো বসার আগে গোল হজম করে বসে বার্সেলোনা। জাভি লোপেজের পাস থেকে আলাভেসকে লিড এনে দেন স্যামুয়েল ওমোরোডিয়ন। প্রথম হাফে অতিথিরা আরও সুযোগ পায় ব্যবধান বাড়ানোর। তবে তাদের আক্রমণ সফল হয়নি। এদিকে, পিছিয়ে থেকে দ্বিতীয় অর্ধ শুরু করা বার্সেলোনা বাড়ায় আক্রমণের ধার। তার ফলও পেয়ে যায় তারা খুব দ্রুতই। ম্যাচের ৫৩ মিনিটে লেভানডস্কির দারুণ এক গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ডান দিক থেকে জুলস কুন্দের ক্রসে বক্সে হেডে ঠিকানা খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার। সমতায় ফিরে আলাভেসের ওপর চাপ বাড়ায় বার্সেলোনা। ৭৮তম মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলটি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানডস্কি। এ জয়ে ১৩ ম্যাচ শেষে ৯ জয় আর ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনেই রইল বার্সা। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।