রংপুরে বাসের ধাক্কায় নিহত ২

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত চার্জার ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় রেজভিন আক্তার নামের গুরুতর আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার মহাদীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ভ্যানচালক মোকলেছুর রহমান (৫০) ও কিশোরগাড়ি গ্রামের আলম মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম (১৬)। আহত রেজভিন আক্তার ও নিহত রেজওয়ান সম্পর্কে চাচাতো ভাই-বোন। বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যানে করে বাড়ি ফিরছিলেন রেজভিন ও রেজওয়ান। ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন জামতলা এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা মহানগর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হবে। বর্তমানে আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসটি আটক করা করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।